ন্যায় বিচার ও সম্মান নিশ্চিতে মন্ত্রীর অঙ্গীকার

0

নিউজ ডেস্কঃ
প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি চুরির চেষ্টার অভিযোগ এনে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনের মামলায় রোজিনা ইসলাম যেন ন্যায়বিচার পান যথাযথ সম্মান পান তা নিশ্চিত করে অঙ্গীকার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা স্মারকলিপি দিতে গেলে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন।

ইমোশনালি না দেখে বাস্তবতার নিরিখে বিচারের অনুরোধ জানিয়ে মন্ত্রী আরো বলেন রোজিনাও মানুষ তারও ভুল হতে পারে। উনি ভুলের উর্ধ্বে নয়। আপনি আমি যে কোনো সময় ভুল করতে পারি। মানুষমাত্রই ভুল করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মূল দাবি হচ্ছে- নিরপেক্ষ তদন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত নয়, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেছেন তারা। আমি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

Share.