মিজানুর রহমানঃ
স্বপ্নের পদ্মা সেতু ও এর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ করা হয়েছে। ভবিষ্যত প্রজন্মের কাছে বাঙালির স্বপ্নের এ পদ্মা সেতু তুলে ধরার জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯১নম্বর কুশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বৃক্ষরোপণ করা হয়।
শনিবার দুপুরে বিদ্যালয়ের সীমানায় ‘স্বপ্ন-পদ্মা-সেতু-হাসিনা-রেহে না-পূর্ণিমা’ নামে ৬টি নারিকেল গাছ রোপণ করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল কালাম জানান, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তাঁর কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। শেখ হাসিনার দৃঢ়তায় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হয়েছে। যা বাংলাদেশকে বিশ্বের মাঝে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পরবর্তী প্রজন্ম যেন স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে জানতে পারে এবং এর উদ্বোধন হওয়ার দিনটিকে স্মরণ রাখে সেজন্য এই দিনে বিদ্যালয় প্রাঙণে ৬টি নারিকেল গাছ রোপণ করা হয়েছে। শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহেনার স্বপ্নের এই পদ্মা সেতু পূর্ণিমার চাঁদের মতো বাংলাদেশকে বিশ^ দরবারে প্রতিনিধিত্ব করবে এজন্য গাছ ৬টির নামকরণ করা হয়েছে, ‘স্বপ্ন-পদ্মা-সেতু-হাসিনা-রেহে না-পূর্ণিমা।’
তিনি আরও বলেন, রোপণ করা নারিকেল গাছগুলো যাতে নষ্ট না হয়, সেজন্য চারপাশে মজবুত করে বেড়া দেওয়া হচ্ছে। বিক্রমপুরী কেরালা জাতের এই গাছ আগামি চার বছর পর ফল দেবে বলে আশা করছি।