পরিবেশ উপদেষ্টা পাথরকৌড়ি ছেড়ে না দিয়ে লুট করার ব্যবস্থা করেছেঃ ফয়জুল করীম

0

স্টাফ রিপোর্টারঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সিলেটে পাথর লুটপাটের জন্য ব্যর্থ পরিবশে উপদেষ্টা। পাথরকৌড়ি ছেড়ে না দিয়ে তিনি লুট করার ব্যবস্থা করে দিয়েছেন। আর বিএনপি পাথর চুরির করার সময় নেতাদের বহিষ্কার করেনি ধরা পড়ার পর বহিষ্কার করেছে। এই গুলো আইওয়াশ বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) কিশোরগঞ্জে ইসলামি আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটি নির্বাচনের জন্য হয়নি। এদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। যেই নির্বাচনের মাধ্যমে সংসদে সকল দলের, মতের প্রতিনিধিত্ব থাকবে। এই পদ্ধতিতে নির্বাচন হলে কোন মনোনয়ন বাণিজ্য হবে না। গুন্ডামি চলবে না। প্রত্যেকটি মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে।

শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে বাংলাদেশ ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.