নিউজ ডেস্কঃ
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কে হবেন পরীমণির আইনজীবী, এই নিয়ে আদালতের এজলাসে বিচারকের সামনে আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পরীমণিকে র্যাবের মামলায় আদালতে তোলা হয়। এ সময় পরীমণির পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে দ্বন্ধে জড়িয়ে পড়েন আইনজীবীরা। একপর্যায়ে বিচারক বিরক্ত হয়ে এজলাস ছাড়তে বাধ্য হন।
আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেন, ‘আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমণির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাত ৮টা ৫৪ মিনিটে বিচারক আবারও আদালতে আসেন। আইনজীবী নিয়োগে শেষ পর্যন্ত বিচারক হস্তক্ষেপ করেন। তিনি আইনজীবীদের তালিকা পরীমণিকে দিলে তিনি সেখান থেকে ছয়জনের নাম চূড়ান্ত করেন। এরপর মামলার শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।