মাই ২৪ বিডি ডেস্ক রিপোর্টঃ
বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচ নারী। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য চলতি বছর পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক দেওয়া হয়।
আজ বুধবার (৯ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তাদের এ সম্মাননা দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আজ রোকেয়া দিবসে পদক বিতরণ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে পদকজয়ী নারীদের হাতে সম্মাননা, সনদ ও চেক তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা।
পদক জয়ীরা হলেন, মুক্তিযোদ্ধা মুশতারী শফি (সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য), অধ্যাপক শিরীন আখতার (নারী শিক্ষায় অবদানের জন্য) এবং কর্নেল ডা. নাজমা বেগম (পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ভূমিকা) রাখার জন্য এবার রোকেয়া পদক পেয়েছেন।
মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার পেয়েছেন (নারীর অধিকার আদায়ের সংগ্রামের জন্য), মঞ্জুলিকা চাকমা (নারীর আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদানের জন্য) রোকেয়া পদক পেয়েছেন।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর এ পুরস্কার দেয় বাংলাদেশ সরকার।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											