পাকিস্তানের সাংবিধানিক রাষ্ট্র কাঠামো জনবিরোধী

0

মাই ২৪ বিডি আর্ন্তজাতিক ডেস্কঃ

যথেষ্ট জনবিরোধী পাকিস্তানের সাংবিধানিক রাষ্ট্র কাঠামো। যা দেশের নিপীড়িত জনগণের প্রতি দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন পাকিস্তানিক কবি ও মানবাধিকার আইনজীবী আইএ রেহমান। তবে সরকারের নৃশংসতার বিরুদ্ধে মানুষ কথা বলতে শুরু করেছে।খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত শনিবার ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস (ডব্লিউএসসি) আয়োজিত ওয়েবিনারে কথা বলেন আইএ রেহমান। ওয়েবিনারটিতে মানবাধিকার কর্মী বাসির নাভিদ, ভিএমপি সিন্ধ ফোরামের আহ্বায়ক সোরথ লোহার এবং কর্মী দিলশাদ ভুট্টোসহ একাধিক মানবাধিকার আইনজীবী উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, আমরা বলতে পারি যে, সংখ্যালঘুদের সব ঠিকঠাক চলছে, তবে আসল ঘটনা তা নয়। জোরপূর্বক ইসলামে ধর্মান্তরকরণ সংখ্যালঘু মেয়েদের অপহরণ করা হচ্ছে। বিচার বিভাগ জনগণের সমস্যা সমাধানের মতো অবস্থায় নেই।

গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারের সমালোচনা করে আসছে বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় মানবাধিকার সংস্থা। পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি তদন্ত সংস্থার মতে, ২০১৪ সাল থেকে বেলুচে নিখোঁজের ঘটনায় প্রায় হাজার মামলা নিবন্ধিত হয়েছে।

Share.

About Author