পাকুন্দিয়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা 

0
আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের হ্যাপি আক্তার (৩২)নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ১০ টার দিকে তার নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। নিহত হ্যাপি আক্তার চরটেকী গ্রামের অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম নান্নু মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে নিহতের বাড়ির সামনের রাস্তা দিয়ে কয়েকজন ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় নিহতের প্রতিবন্ধী ছেলে বাদশা মিয়া (১০) রাস্তা থেকে কিছু ধূলা  নিয়ে ওই ছাত্রীদের গায়ে ছিটিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পাশের বাড়ির মোবারকের ছেলে আহাদ মিয়া(১৭) বাদশা মিয়াকে কয়েকটি থাপ্পর দেয়।
এতে বাদশা মিয়া কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে আহাদের  বিরুদ্ধে বিচার দেয়। মা হ্যাপি আক্তার তাৎক্ষণিক ছুটে গিয়ে এ বিষয়ে আহাদকে  জিজ্ঞেস করে। এনিয়ে উভয়ের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে আহাদ হ্যাপি আক্তার কে মারধর করে। পরে বিকেলে হ্যাপি আক্তার আহাদের বিরুদ্ধে মামলা করতে পাকুন্দিয়া থানায় যান। খবর পেয়ে স্বামী নান্নু মিয়া স্ত্রীকে ফিরিয়ে আনতে তিনিও থানায় যান। সেখানে গিয়ে আহাদের বিচার করা হবে এমন আশ্বাস দিয়ে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনেন।
কিন্তু রাতের  মধ্যে আহাদের বিচার না করায় আজ শুক্রবার সকাল ১০ টার দিকে স্ত্রী হেপি স্বামীকে উদ্দেশ্য করে বলেন, তুমিতো আহাদের বিচার এখনো করনি-ঠিক আছে তার বিচার আর করতে হবে না।
এ কথা বলে পাশের কক্ষে গিয়ে ঘরে থাকা কীটনাশক পান করেন। কিছুক্ষণ পর স্ত্রীর গঙ্গানি শুনতে পেয়ে ওই রুমে গিয়ে তাকে উদ্ধার করে স্বামী নান্নু মিয়া অটোরিক্সাযোগে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বামী জাহাঙ্গীর আলম নান্নু মিয়া বলেন, ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না। বিকেলে বাড়ি এসে বিষয়টি জানতে পারি। পরে থানায় গিয়ে তাঁকে বাড়ি ফিরিয়ে আনি। এ সময় তাকে আমি কথা দিয়েছিলাম, বাড়িতে গিয়ে আহাদের বিচার করা হবে। কিন্তু এ কারণে যে, সে সকালে বিষপানে আত্মহত্যা করবে তা আমি  বুঝতে পারিনি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সারওয়ার জাহান  বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ মর্গে আছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Share.