পাকুন্দিয়ার চেয়ারম্যান শফিক হলেন জেলা পরিষদের মেম্বার

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এতে সদস্য পদে নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ পেয়েছেন ৪৮ ভোট। বেসরকারী ভাবে মো. শফিকুল ইসলামকে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনের প্রিজাইডিং অফিসার নূর-এ-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ১৩২জন। আজ সকাল ৯টায় উপজেলা পরিষদের হল রুমে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে সকল ভোটার তাদের ভোট প্রদান করেন। ২টার সময় ভোট গ্রহণ শেষ হয়। এতে মো. শফিকুল ইসলাম ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট ও টিউবওয়েল প্রতীকে বাবুল আহমেদ পেয়েছেন ৪৮ ভোট। এছাড়াও বজলুল করিম বাবুল বক প্রতীকে ২৮ ভোট, আল মোকাররম অটোরিকসা প্রতীকে ৩ ভোট, জিএম হাবিবুল্লাহ হাতী প্রতীকে ৩ ভোট এবং মনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ১ ভোট।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-আলম বলেন, ইভিএমের মাধ্যমে সিসি ক্যামেরার আওতায় নির্বাচনটি অবাধ ও সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

Share.