পাকুন্দিয়ার মরিয়ম হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টারঃ
পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গার নারীকে নির্যাতন করে হত্যা করার অভিযোগে আসামী নাজির উদ্দিনসহ ৪ জনের গ্রেফতারসহ বিচার দাবীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৪ শে) আগস্ট দুপুরে কিশোরগঞ্জ সদর কলাপাড়া মোড়স্থ হাকীম মুহাঃ ফজলুর রহমান গণপাঠাগার মিলায়তনে নিহত মরিয়মের বোন তাছলিমা বেগম ও তার ভাই রফিকুল ইসলামসহ তার নিকট আত্মীয়রা সাংবাদিকদের নিকট দাবি করেন।

লিখিত বক্তব্যে বলেন, পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা এলাকার মধ্যে সাটিয়াদী গ্রামের নাজির উদ্দিন, শিউলীসহ আরো ৪ জন আমার বোন মরিয়ম আক্তারকে মারপিট করে পরে ঔষধ এর কথা বলে বিষাক্ত ঔষধ খাইয়ে হত্যা করেছে বলে সংবাদ সম্মেলনে জানান।

এসময় তিনি আরো বলেন, গত ১৬ আগষ্ট কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিহত মরিয়মের লাশ রেখে আসামীরা পালিয়ে যায় । পরবর্তীতে আমরা জানতে পেরে নিহতের লাশ ময়নাতদন্ত করে দাফন করি এবং পাকুন্দিয়া মডেল থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করি। যা এখন পর্যন্ত কোনো ফল হয়নি। সংবাদ সম্মেলনে নিহত মরিয়ম এর হত্যাকারীদের বিচারের দাবী করেন।

Share.