আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআন হিফজকারী সেই ক্ষুদে হাফেজ জান্নাতুল নাঈম ফাহাদকে গণ সংবর্ধনা দিয়েছে নিজ মাদ্রাসা ও এলাকাবাসী। সংবর্ধনায় হাফেজ ফাহাদকে সম্মাননা ক্রেস্ট ও মেডেল উপহার দেওয়া হয়।
আজ রবিবার (১৩নভেম্বর) বিকেলে পাকুন্দিয়া পৌর এলাকায় মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক মো.ইসরাঈল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।
দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, বিশিষ্ট শিক্ষাবিদ জিএম রুহুল আমীন, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আতিকুর রহমান মাসুদ, পৌরকাউন্সিলর রাকিবুল আলম ছোটন ও মাহমুদুল হাসান রাসেল, সাবেক পৌর কাউন্সিলর মকবুল হোসেন সরকার ও চরলক্ষীয়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো.সৈয়দুজ্জামান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র নজরুল ইসলাম আকন্দ বলেন, ‘ফাহাদ পাঁচ মাসে কোরআন মুখস্থ করে বিস্ময়ের সৃষ্টি করেছে। কোরআন আল্লাহ তায়ালার একটি মুজেজা। আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন। তার দৃষ্টান্ত আমাদের এই ফাহাদ। ফাহাদের এই অর্জন আমাদের এলাকা ও মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মধ্যে অনুকরণীয় হয়ে থাকবে। আমরা দোয়া করি ফাহাদ যেন বড় হয়ে দ্বীনের দাওয়াত দিয়ে দেশ ও জাতির খেদমত করতে পারে।
হাফেজ জান্নাতুল নাঈম ফাহাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়নের মিরুককান্দি গ্রামে। তার বাবার নাম মো.মোখলেছুর রহমান। তিনি কুয়েত প্রবাসী।