আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশাসহ ওয়াহিদ মিয়া নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার ড্রেনেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় ওই অটোরিকশার চালক উপজেলার খামা গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে মইজ উদ্দিন বাদী হয়ে আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দুপুরে ওয়াহিদ মিয়াকে আদালতে পাঠিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পোংগাও গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার খামা গ্রামের মইজ উদ্দিন বুধবার সকালে তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সকাল ৭টার দিকে থানাঘাট এলাকা থেকে এক যুবক ওই অটোরিকশাটি রিজার্ভ নিয়ে পাশর্^বর্তী মনোহরদী উপজেলার ড্রেনেরঘাট রায়েরপাড়া বাজারের দক্ষিণ পাশে যায়। সেখানে ওই যুবক নামার পর ওয়াহিদ নামের অপর একজন পুনরায় থানাঘাট যাওয়ার উদ্দেশ্যে ওই অটোরিকশায় উঠেন। কিছু দূর আসার পর নামিয়ে আসা যুবকটি তার পরিচিত বলে অটোরিকশার চালককে জানান। গাড়ি রেখে ওই যুবককে নিয়ে আসার জন্য অটোচালককে বলেন। কিন্তু অটোচালক গাড়ি রেখে না যাওয়ার জন্য বললে কৌশলে গাড়ির চাবি ছিনিয়ে নিতে চেষ্টা করে ওয়াহিদ। একপর্যায়ে অটোরিকশার চালক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ঘটনার বর্ণনা শুনে স্থানীয় জনতা ওই যাত্রীকে আটক করে পিটুনি দেয়। পরে সে স্বীকার করে সে ও ওই যুবক অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অটোরিকশাসহ ওই ব্যক্তিকে মনোহরদী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি পাকুন্দিয়া থানার আওতাধীন হওয়ায় মনোহরদী থানাপুলিশ জিডি মূলে মামলা রেকর্ডের জন্য তা পাকুন্দিয়া থানায় পাঠিয়ে দেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সারোয়ার জাহান বলেন, ঘটনায় থানায় মামলা হয়েছে। ধৃত ব্যক্তিকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।