পাকুন্দিয়ায় অপহরণের আট দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অপহরণের আটদিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় জড়িত থাকার অভিযোগে মো. আজহারুল ইসলাম (২২) নামের একজনকে আটক করা হয়েছে। আজ সোমবার (৯ জানুয়ারি) উপজেলার নারান্দী গ্রাম থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। আজহারুল ইসলাম উপজেলার নারান্দী ইউনিয়নের নারান্দী চরপাড়া গ্রামের মো. তোতা মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। তাকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে নানা ভাবে উত্যাক্ত করে আসছিল আজহারুল ইসলাম। এতে মেয়েটি তার প্রতি ক্ষিপ্ত হওয়ায় ১ জানুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করে সে। পরে নারান্দী গ্রামে আত্মগোপন করে সে।

এদিকে ওই ছাত্রীকে খোঁজাখোঁজি করে না পেয়ে গতকাল রবিবার রাতে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন তার মা। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে আজ সোমবার সকালে নারান্দী গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার ও আজহারুল ইসলাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণকারী আজহারুল ইসলামকে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share.