“দুর্নীতির বিরুদ্ধে, ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন, দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এমএ রশীদ ভূঁইয়া। পরে উপজেলা পরিষদ গেইটের সামনের সড়কে দুর্নীতি বিরোধী স্লোগান, ব্যানার, ফেস্টুন নিয়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্কাউট সদস্য, সততা সংঘের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এমএ রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. কফিল উদ্দিন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, এমএ মান্নান মানিক কলেজের অধ্যক্ষ মো. জসিম উদদীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন প্রমুখ। পরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক রচনা প্রতিযোগিতায় উপজেলার এম এ মান্নান মানিক কলেজের ৬ শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে