স্টাফ রিপোর্টারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেসরকারি এনজিও সংস্থা আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিনব্যাপি উপজেলার আঙ্গিয়াদী লাউতলী বাজার এলাকায় আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র ও মঠখোলা বাজারে আশা মঠখোলা স্বাস্থ্যসেবা কেন্দ্র পৃথক ভাবে এ দুটি ক্যাম্পের আয়োজন করে।
দুটি ক্যাম্পের চিকিৎসকরা বিনামূল্যে নাক, কান, গলা, চর্ম, শিশু, ফিজিওথেরাপি ও ডায়াবেটিকসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগিদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ ঔষধ দেওয়া হয়।

পাকুন্দিয়া আশা সমন্বয় স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের উপস্থিতি
আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. ইনজামুল হাসান সাকিব ও আশা মঠখোলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহুরা শোভা জানান, জাতির পিতার স্বপ্ন ছিল দেশের প্রত্যন্ত এলাকার সাধারণ গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌছে দেওয়া। তার আদর্শকে ধারণ করে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা দুটি ক্যাম্পের মাধ্যমে এলাকার ৪ শতাধিক গরীব, অসহায় রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছি।

আশা মঠখোলা স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখছেন ডা. ফাতেমাতুজ জোহুরা শোভা।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আশা পাকুন্দিয়া অঞ্চলের এসআরএম অলোক চন্দ্র আচার্য, এসবিএম শামছুল কবীর ও মঠখোলা ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মো. জহির উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।