পাকুন্দিয়ায় আহত ছাত্রলীগ কর্মীর খোঁজ নিলেন সাংসদ

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রলীগ কর্মী সাব্বির আহমেদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন স্থানীয় সাংসদ নূর মোহাম্মদ। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি। সাব্বির আহমেদ উপজেলার জয়বিষ্ণপুর গ্রামের শওকত আলীর ছেলে।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন শাহনাজ, আবাসিক মেডিক্যাল অফিসার রেজাউল কবির কাওসার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ুন কবির, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ৯সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের নব-গঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগে উত্তেজনা দেখা দেয়। কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেন বর্তমান সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত আওয়ামীলীগের নেতাকর্মীরা। এর জেরে গত বুধবার (১৫সেপ্টেম্বর)সন্ধ্যায় নবগঠিত কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ অ্যাডভোকেট সোহরাব উদ্দিন সমর্থিত আজিজুল হক তোতার নেতৃত্বে তার লোকজন এমপি নূর মোহাম্মদের সমর্থক সাব্বির আহমেদ ও রিমন মিয়া নামে দুজনকে পিটিয়ে গুরুতর আহত করেন।

এঘটনায় সাব্বিরের বাবা বুধবার রাতেই আজিজুল হক তোতাসহ নয়জনের নামোল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় শুক্রবার সকালে প্রধান আসামি আজিজুল হক তোতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

Share.