পাকুন্দিয়ায় ইভিএম নিয়ে ভোটারদের মাঝে সংশয়

0

আছাদুজ্জামান খন্দকারঃ
সপ্তম ধাপের পৌরসভা নির্বাচনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি দুই নভেম্বর। এ নির্বাচনে এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। তবে এ প্রযুক্তির মাধ্যমে ভোটগ্রহণ নিয়ে ভোটারদের মাঝে চলছে নানা আলোচনা-সমালোচনা। শুরু হয়েছে তর্ক-বিতর্ক। কেউ বলছে ইভিএমে ডিজিটাল কারচুপি হবে। আবার কেউ বলছে এতে অনিয়ম ও কারচুপি কমবে। এনিয়ে ভোটাররা সংশয়ে রয়েছেন।

ভোটাররা জানান, নির্বাচনের আর মাত্র ১২দিন বাকি। প্রথমবারের মতো এ নির্বাচনে ইভিএমে ভোট হবে। কিন্তু এখন পর্যন্ত ইভিএমে ভোট কী ভাবে দিতে হবে, এবিষয়ে কোনো প্রশিক্ষণ এখনও দেওয়া হয়নি ভোটারদের। অনেক ভোটার ভোট দিতে পারবেন কি-না, কিংবা ভোট দিলে অন্য মার্কায় চলে যাবে কি-না, এনিয়ে ভোটাররা সংশয়ে রয়েছেন।

পৌর এলাকার বরাটিয়া গ্রামের মিল্টন মিয়া বলেন, ভোট পছন্দের প্রার্থীকে দেওয়া যায় কি-না, এনিয়ে শঙ্কা রয়েছে। যারা ইভিএম নিয়ন্ত্রণ করে তারা কতটুকু নিরপেক্ষ থাকবেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে।

পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলী বলেন, ইভিএমে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে নাকি ফল পরিবর্তন করা যায়-লোকমুখে এমন কথা শোনা যাচ্ছে। এক মার্কায় ভোট দিলে নাকি অন্য মার্কায় চলে যাবে।

পৌর এলাকার মঙলবাড়িয়া গ্রামের পাহলবী বলেন, প্রথমবারের মতো এ পৌরসভায় ইভিএমে ভোট হবে। কিন্তু ইভিএমের মাধ্যমে ভোট কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারণ ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে সাধারণ মানুষের কোনো ধারণা নেই। কীভাবে ইভিএমে ভোট দিতে হবে, তা তো আমরা জানিনা। প্রশিক্ষণ না দেওয়া হলে কিভাবে আমরা ভোট দেব।

এবিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এ পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো.সাখাওয়াৎ হোসেন বলেন, ইভিএমের মাধ্যমে ভোট প্রদান একটি শতভাগ নির্ভূল পদ্ধতি। এখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। তিনি বলেন, ইভিএমে জাল ভোট যেমন দেওয়া যায়না, পাশাপাশি ভোট বাতিলও হয়না। স্বয়ংক্রিয়ভাবে ভোট গণনা করা যায় এবং সময় অনেক কম লাগে। তিনি আরও বলেন, যেহেতু এখানে প্রথমবারের মতো ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে, সেজন্য আমরা আগামি ৩১অক্টোবর সব কেন্দ্রে মক ভোটিং করব। এ ব্যাপারে পুরো পৌরসভায় মাইকিং করা হবে। সেখানে প্রশাসনের উপস্থিতিতে কিভাবে ইভিএমে ভোট দিতে হয়, আমরা তা শিখিয়ে দেব।

Share.