আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদুল আজহা উপলক্ষে গরীব, দুস্থ ও অসহায় ১৫০জন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। হোসেন্দী মুন্সিবাড়ী জামে মসজিদের উদ্যোগে মুন্সি বাড়ির প্রয়াত ব্যক্তিদের স্মরণে দুস্থদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। আজ শুক্রবার সকালে হোসেন্দী মুন্সিবাড়ি জামে মসজিদ প্রাঙণে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন।
হোসেন্দী মুন্সিবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো.গাজীউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ুন কবীর।
হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.মাইনুল হক সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু নাসের ফারুক সঞ্জু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান হামদু, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাজমুল কবীর আলমগীর ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গাজীউল হক বলেন, এলাকার ১৫০জন দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে প্রত্যেককে ১০কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, দুই কেজি পিঁয়াজ, তিন কেজি আলু, আধা কেজি মুড়ি ও এক প্যাকেট মাংসের মশলা বিতরণ করা হয়।