আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে আজ রবিবার পরীক্ষার প্রথম দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮২ জন শিক্ষার্থী। এদের মধ্যে বেশিরভাগই মেয়ে শিক্ষার্থী। বিয়ে হয়ে যাওয়ায় তারা অনুপস্থিত বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকুন্দিয়ায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৬৯৪ জন। এদের মধ্যে স্কুলের পরীক্ষার্থী ২ হাজার ৯৬৭ জন এবং মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭২৫ জন। এদিকে আজ রবিবার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হলে দেখা যায়, মোট অনুপস্থিত ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে শিক্ষার্থী ১৪ জন ও মেয়ে শিক্ষার্থী ৬৮ জন অংশগ্রহণ করেনি।
আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ পিটিআই-এর সুপারিন্টেনডেন্ট মো. রেজাউর রহমান ও ইন্সট্রাক্টর মো. মাসুদুজ্জামানসহ সাংবাদিকবৃন্দ। তাঁরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো শিক্ষার্থী অনিয়মের আশ্রয় নেওয়ার খবর পাননি।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবদের সঙ্গে আলোচনা করে জানা যায়, যারা আজ পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদের অধিকাংশই মেয়ে। ছেলেরা বিদেশে চাকুরি নিয়ে চলে যাওয়ায় এবং মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তারা পরীক্ষা দিতে আসেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম জানান, আজ রবিবার তিনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। কিন্তু কোথাও কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি জানান, আজ প্রথমদিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৬৯৪ জন। এরমধ্যে ৮২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী বলেন, আমি কেন্দ্র পরিদর্শনকালে দেখেছি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। তবে কিছু কিছু শিক্ষার্থী অনুপস্থিত ছিল। যেসব ছেলে মেয়ে পরীক্ষা দেয়নি তারা ঠিক কী কারণে পরীক্ষায় আসেনি তা বলা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি সংশ্লিষ্টদের খোঁজ নেওয়ার জন্য বলে দিয়েছি।