পাকুন্দিয়ায় কলাগাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

0

মিজানুর রহমানঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মান্দারকান্দি গ্রামে চাচার কলাগাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে জানাযায় গত সোমবার (১৮ এপ্রিল) দুপুরে আ. ছাত্তার বিশ বছর নিজের পৈত্রিক ও ক্রয় সুত্রে মালিকানা জমিতে ভোগদখল করে চাষাবাদ করে আসছে।

বর্তমানে জমিতে কলাচাষ রয়েছে এমতাবস্থায় তার ভাতিজা আবুল কাশেম কিছু দিন যাবত চাচার নিকট পিতার বিক্রিত জমির টাকার দাবি করে আসছে উক্ত টাকা পরিশোধ না করায় আবুল কাশেম চাচার কলাগাছ কেটে দিয়েছে। তবে চাচা আ. ছাত্তার বলছেন আবুল কাশেম আমার নিকট কোন টাকা পাবেনা অবৈধভাবে আমার সম্পত্তি দখলের উদ্দেশ্যে আমার কলাগাছ কাটা হয়েছে।

এদিকে ভাতিজা বলছেন এই জমি ও জমির কলাগাছ আামার এবং আমার কলাগাছ আমি কেটেছি। এ বিষয়ে আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Share.