আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরন করা হয়।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব মেশিনের চাবি তুলে দেন।
মেশিন প্রাপ্তরা হলেন, উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের কৃষক এনামুল হক, পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামের কৃষক মো. রবিউল সানি ও চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের কৃষক শফিক মিয়া।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আল আমিন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আঃ সালাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল হাসান আল আমিন বলেন, এবছর পাকুন্দিয়া উপজেলায় ১০ হাজার ২৩০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। চাষকৃত জমির ধান সহজে কর্তন ও খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরন করছে। তারই অংশ হিসেবে আমরা কৃষকদের মাঝে এই মেশিন বিতরন করছি। যাতে করোনা পরবর্তী সময়ে খাদ্য সংকট দেখা না দেয়। এই কম্বাইন হারভেস্টার মেশিনে কম খরচে কৃষকরা ধান কাটতে পারবে।