পাকুন্দিয়ায় কোরআন ও সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রমজান মাস উপলক্ষ্যে কোরআন ও সিরাত পাঠ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি উপজেলার অনার্স-মাস্টার্স ফাজিল-কামিল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবাড়ীয় কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটুয়াভা ঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন। সংগঠনটির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সানির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার জাওয়াদ তামজিম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ি শাহিন আলম শাহিন, ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা জহির রায়হান ও উষার আলো ফাউন্ডেশন এন্ড পাঠাগারের পরিচালক হোসাইন মোহাম্মদ ফরহাদ মোল্লা।

সংগঠনটির সভাপতি দিদারুল ইসলামের উপস্থাপনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি হাসান আল মামুন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাহাদিয়া নাজিমিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আ ন ম আব্দুল্লাহ মুমতাজ, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নাজমুল ইসলাম, পাকুন্দিয়া মডেল মাদ্রাসার সুপার মাওলানা মুজাহিদুল ইসলাম ও পুলেরঘাট দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান।

কোরআন ও সিরাত প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত দুইশত শিক্ষার্থী অংশ নেন।প্রতিযোগীদের মধ্য হতে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সেরা দশজনকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠান শেষে তাদের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

Share.