আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় হিজলীয়া প্রিমিয়ার লীগের (এইচপিএল) আট দলীয় ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হিজলীয়া পূর্বপাড়া আবদুর রহিমের (টিও) বাড়ি সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ।
হারুন অর রশিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও সমাজসেবক মো. মাসুদ জিল্লুর রহমান, চরফরাদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. আ. মান্নান, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আছাদুজ্জামান আছাদ, সাবেক ভিপি হেলাল উদ্দিন, সাবেক এজিএস মো. রায়হান উদ্দিন আকন্দ, আবদুল মতিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান গোলাপ প্রমুখ।
খেলায় জান্নাত সুপার কিংস টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান করেন। জবাবে লাবিবা সুপারস্টার ১০ ওভারে ৭ উইকেটে ৬১ রান করে পরাজিত হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন জান্নাত সুপার কিংসের রিফাত। ম্যান অব দ্যা সিরিজ হন লাবিবা সুপারস্টারের রানা।
ধারাভাষ্যে ছিলেন শাহীন আফ্রিদী ও বিপ্লব মিয়া। টূর্ণামেন্ট পরিচালনায় ছিলেন সাবেক ইউপি সদস্য মো. শাহ আলম। টূর্ণামেন্ট সমন্বয়ক হিসেবে ছিলেন ক.ম. জুনাইয়েদ আহমেদ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ দলকে একটি ২১ ইঞ্চি এলইডি টিভি উপহার দেন অতিথিবৃন্দ।