পাকুন্দিয়ায় চক্ষু হাসপাতাল উদ্বোধন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
চোখের সমস্যা নিয়ে উপজেলার আনাচে কানাচে ধুকছে অসংখ্য অতিদরিদ্র অসহায় মানুষ। তাদের হাতের নাগালে নেই কোন চক্ষু চিকিৎসার সুযোগ। আর তাই চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রা শুরু করলো পাকুন্দিয়া চক্ষু হাসপাতাল। আজ রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পাকুন্দিয়া মহিলা আদর্শ ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন স্থানে এ চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খান।

পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলীন শহীদ চৌধুরী। পাকুন্দিয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক শাহ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন পাকুন্দিয়া চক্ষু হাসপাতালের পরিচালক নাফিউল হক শরীফ।

পাকুন্দিয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক শাহ আলম জানান, পাকুন্দিয়া চক্ষু হাসপাতালে সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হবে। এই হাসপাতালে সপ্তাহে দুইদিন মঙ্গলবার ও বৃহস্পতিবার চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন একজন চক্ষু চিকিৎসক নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন।

Share.