পাকুন্দিয়ায় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরি হওয়া চারটি মোটরসাইকেল উদ্ধারসহ বিমল মিয়া ওরফে বিপ্লব (৩৯) নামের চোরচক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার আদিত্যপাশা গ্রামের মো. বোরহান উদ্দিন ওরফে কাজলের বাড়িতে অভিযান চালিয়ে ওই মোটরসাইকেল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। বিমল ওই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপনে খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই মহসিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার আদিত্যপাশা গ্রামের বোরহান উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে চারটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা বোরহান উদ্দিনের ছেলে বিমলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া বিমল তার চক্রের সদস্যদের নিয়ে মোটরসাইকেল চুরির ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করেন। বিমল জানায়, তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরাই চক্রের মূলহোতা হিসেবে কাজ করে আসছেন। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে তার বাড়িতে রেখে গোপনে বিক্রি করে আসছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বোরহান উদ্দিনের বাড়ি থেকে চারটি মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা বিমলকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি চোরচক্রের ৩/৪জন সদস্য পালিয়ে যায়। তাকে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.