আছাদুজ্জামান খন্দকারঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একই দিনে পৃথকভাবে চার ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নগুলো হলো-চরফরাদী, জাঙালিয়া, সুখিয়া ও চ-িপাশা ইউনিয়ন।
আজ বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের সাংসদ পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।
সকাল ১১টার দিকে অনুষ্ঠিত চরফরাদী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মির্জাপুর আলিম মাদ্রাসা মাঠে মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রায়হান উদ্দিন আকন্দের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন, শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান ও সাংবাদিক মুঞ্জুরুল হক প্রমুখ।
অপরদিকে দুপুর ২টার দিকে জাঙালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাঙালিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক জহিরুল ইসলাম ও মানিক মিয়ার সঞ্চালনায় এতে উপজেলা নেতৃবৃন্দসহ স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, আ.লীগ নেতা সাবেক ভিপি আবদুল হাকিম, আ.লীগ নেতা বিল্লাল হোসেন ও জাকির হোসেন প্রমুখ।
বিকেলে সুখিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল হামিদ টিটুর সভাপতিত্বে পরিষদের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে সন্ধ্যায় চ-িপাশা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কোদালিয়া এসআই উচ্চ বিদ্যালয় মাঠে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা.ইব্রাহীম হোসেন। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত লোকজনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।