আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজন (২২)নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার থানারঘাট এলাকা থেকে ওই যুবককে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। রাজন উপজেলার বর্ষাগাতি গ্রামের বাবুল মিয়ার ছেলে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পাশর্^বর্তী কাপাসিয়া উপজেলার কপালেশ^র গ্রামের তারা মিয়ার ছেলে মেহেদী মোটরসাইকেলযোগে পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর গ্রামে বেড়াতে আসেন। তাঁর মোটরসাইকেলটি গঞ্জেরহাট বাজারের একটি মসজিদের সামনে রাখেন। কিছুক্ষণ পর মোটরসাইকেলটি সেখান থেকে চুরি হয়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি পাকুন্দিয়া থানাধীন থানারঘাট পুলিশ চেকপোস্টে দায়িত্বরত পুলিশকে জানায়। পরে চেকপোস্টের সামনে ঢাকা-কিশোরগঞ্জ পাকা রাস্তা হইতে রাজন মিয়া নামের এক যুবককে একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক এসে গাড়িটি শনাক্ত করেন। পরে মোটর সাইকেলটি জব্দ করে রাজন নামে ওই যুবককে আটক করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসে পুলিশ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে চুরি যাওয়া মোটরসাইকেলসহ ওই যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।