স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্রলীগের নবগঠিত উপজেলা কমিটি বাতিলের দাবীতে ঝাড়– মিছিল, সড়ক অবরোধ ও সংবাদ সম্মেলনের কর্মসূচি পালিত হয়েছে। দীর্ঘ ১২ বছর পর গত ৫ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নাজমুল আলমকে সভাপতি ও মো. তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। উক্ত কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়া ছাত্রলীগের বিক্ষুদ্ধ অংশটি আজ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
এর আগে বুধবার রাতেই নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে ইতি টেনে চাঞ্চল্য সৃষ্টি করেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। আরমিন আহমেদ নব গঠিত কমিটির ১ নং সহ-সভাপতি ও পাকুন্দিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেহ সাধারণ সম্পাদক।
কর্মসূচির অংশ হিসাবে আজ দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে থেকে ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতা-কর্মীদের ঝাড়– মিছিল বের করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বিক্ষুদ্ধ নেতা-কর্মী টায়ার জ্বালিয়ে পাকুন্দিয়া-মঠখলা সড়কের থানা মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন ধরণের শ্লোগান দেয়। এ সময় উক্ত সড়ক দিয়ে কিশোরগঞ্জ-ঢাকা চলাচলকারী বাসসহ সকল ধরণের যান চলাচল আধ ঘন্টা বন্ধ থাকে।
পরে দুপুর একটায় পাকুন্দিয়া বঙ্গবন্ধু চত্ত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করার দাবী জানান বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। দীর্ঘ এক যুগ পর ঘোষিত কমিটিতে বিএনপি-জামাত থেকে আসা কর্মীদের অনুপ্রবেশসহ দীর্ঘদিনের পোড় খাওয়া ও ত্যাগী পরীক্ষিত নেতা-কর্মীদের মুল্যায়ন করা হয়নি বলে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান।