আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়ক বিষয়ক উপজেলা শুমারি স্থায়ী কমিটির উদ্যোগে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার ফারুক হোসাইন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হারুন অর রশিদ, পাকুন্দিয়া থানার এসআই মোশারফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আ. হামিদ টিটু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, নারান্দী ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, চরফরাদী ইউপি চেয়ারম্যান আ. মান্নান প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনার বিষয়টি উপস্থিত সকলকে বাস্তবায়ন কার্যক্রম বিষয়ে করনীয়তা বুঝিয়ে দেন।