পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে সশস্ত্র হামলা, অগ্নিসংযোগ \ আটক ৩

0

স্টাফ রিপোর্টারঃ
পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা রূপসা গ্রামে জমি নিয়ে রিরোধের জেরে প্রতিপক্ষের বসতঘরে সশস্ত্র হামলা চালিয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। হামলায় বাধা দিলে প্রতিপক্ষ প্রতিবেশী মস্তফা মিয়া গংরা রওশনারা বেগম (৪৫), জীবন (১৬) ও আরমানকে (১৪) মারপিট করাসহ দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম করেছে বলে অভিযোগে বলা হয়। আহতরা বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদিকে রবিবার দিবাগত রাতের আঁধারে নির্মাণাধীন দেয়ালের উঁচু রড ক্রেন দিয়ে কেটে নেয়াসহ সীমানা প্রাচীর ভাঙচুর ও সশস্ত্র হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে মস্তফা মিয়া ও তার স্ত্রী মর্জিনা এবং সহোদর ভাইয়ের স্ত্রী মোমেনাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, পাকুন্দিয়ার রূপসা গ্রামের আঃ হেলিমের স্ত্রী রওশনারা বেগমের দখলীয় নালিশী ভূমি নিয়ে প্রতিবেশী মৃত আঃ কাদিরের ছেলে মোহাম্মদ মস্তফা মিয়া গংদের সাথে আদালতে মোকদ্দমা চলছিল। ইতোমধ্যে বেশ কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা চালায়। কিন্তু বরাবরই বিবাদীপক্ষ এতে রাজি হয়নি। সম্প্রতি আদালত বাদীপক্ষকে মানবিক দিক বিবেচনায় ন্যায় বিচারের স্বার্থে নির্মাণাধীন বসতঘরের নির্মাণ কাজ সম্পন্নের আদেশ দেয়। পরে পুলিশ সরেজমিন পরিদর্শন করে শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ আদালতের আদেশ উভয়পক্ষকে পালনের জন্য বলে আসে।

এ অবস্থায় গত রবিবার দিবাগত রাতে প্রতিপক্ষের নারী-পুরুষ বল্লম, শাবল ও হামার নিয়ে বাদীপক্ষের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা প্রথমে বসতঘরে আগুন ধরিয়ে দিলে বাদীপক্ষ সে আগুন নিয়ন্ত্রণে আনলেও পরক্ষণেই পাশের বনের লাশে আগুন ধরিয়ে দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এছাড়া প্রতিপক্ষরা নির্মাণাধীন দেয়ালের উঁচু রড ক্রেন মিশিন দিয়ে কেটে নিয়ে যায়। এতে বাধা দিলে বাদী রওশনারা, জীবন ও আরমান নামে তিনজনকে মারপিট করাসহ দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে। বর্তমানে তারা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share.