আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙলবার সন্ধ্যায় নজরুল সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে পাকুন্দিয়া প্রেসক্লাবে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নজরুল সাংস্কৃতিক একাডেমির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খন্দকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, টিএনটি’র সাবেক কর্মকর্তা নূরুল ইসলাম ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক ও সাম্যবাদী কবি। তিনি তাঁর লেখনীর মাধ্যমে সারাজীবন অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। ১৯৭২সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এনে জাতীয় কবি উপাধিতে ভূষিত করে সর্বোচ্চ সম্মান দিয়েছেন।
আলোচনা সভা শেষে নজরুল সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা মনোজ্ঞ নজরুল সংগীত পরিবেশন করেন।