পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির আলোচনা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মস‚চি পালন

0

স্টাফ রির্পোটার :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মস‚চি পালন করা হয়েছে।

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে ধুমপান ও মাদক প্রতিরোধ
কমিটির আলোচনা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মস‚চি পালন

গতকাল সোমবার বিকেলে উপজেলার শিমুলিয়া স্কুল এন্ড কলেজ কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শিমুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বৃক্ষরোপন করা হয়। অনুষ্ঠানে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি শিমুলিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক একারাম হোসেন মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শহিদুল্লাহ। এ সময় উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অ্যাড: আ.ন.ম তানভীর হায়দার ভ‚ঞা, যাতায়ত পরিবহনের পরিচালক জহিরুল ইসলাম, পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সাইদুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান , পাকুন্দিয়া পৌর কমিটির সমন্বয়কারী আতাউর রহমান সোহাগ , এগারসিন্দুর ইউনিয়ন কমিটির সভাপতি আল- ইমরান,সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ হোসেন্দী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম , পাটুয়াভাঙ্গা ইউনিয়ন কমিটির সহ সভাপতি জিয়াউল হক বাতেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক সোমন খান, দপ্তর সম্পাদক আরকান ভ‚ঞা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পাকুন্দিয়ায় প্রায় দেড় বছর ধরে এ ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির কার্যক্রম চলমান আছে। এসময় উপজেলা কমিটির আহŸায়ক অ্যাড.আ ন ম তানভীর হায়দার ভ‚ঞা বলেন, আমরা পাকুন্দিয়া উপজেলার প্রতিটি বাড়িতে একটি কৃষ্ণচ‚রা, নিম ও মেহগনী গাছের চারা রোপণের মাধ্যমে ধ‚মপান ও মাদক বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে চাই। নতুন প্রজন্ম ও সমাজকে মাদক মুক্ত করতে সবার সহযোগিতা চাই।

Share.

About Author