আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে জাতীয় শোক দিবস ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে হোসেন্দী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.গোলাম জাকারিয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন সবুজের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ মো.জসিম উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেছবাহ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাজমুল কবীর আলমগীর, মাঈনুল হোসেন সাবের, শরিফুজ্জামান বকুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.ফরিদ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদ সকল সদস্য ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত কয়েকশ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।