পাকুন্দিয়ায় জেল হত্যা দিবসে ফুল দেওয়া নিয়ে ছাত্র লীগের দু’পক্ষের সংঘর্ষ

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলহত্যা দিবসে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকালে পাকুন্দিয়া পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে। আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

জানা যায়, সকালে জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে ফুল দেওয়ার জন্য উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা জড়ো হয় এসময় পদবঞ্চিতরা জড়ো হলে ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যেরাও যোগ দিলে ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হোন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন। এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share.