পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মির্জাপুর এলাকার মজিদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করার সরঞ্জামাদিসহ একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো.আশরাফুল্লাহ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেছেন।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া তালতলা গ্রামের তারেক (২৮), শিমুলিয়া গ্রামের জুয়েল মিয়া (৩০), সাগর (২০), মহিনন্দ ভদ্রপাড়া গ্রামের দ্বীন ইসলাম (২০) ও লতিফপুর খালপাড়া গ্রামের কাজল মিয়া (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার মির্জাপুর এলাকার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে মজিদ মিয়ার বাড়ির সামনে গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল যুবক। এমন খবর জানতে পেরে সেখানে অভিযান চালায় পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আশরাফুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার যোগে পালানোর চেষ্টা করে সংঘবদ্ধ যুবকেরা। পরে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার, দুটি লোহার শাবল, একটি চাইনিজ কুড়াল, শ্যালো ইঞ্জিনের তিনটি হ্যান্ডল ও একটি প্লাস্টিকের বোতলে রাখা দুই লিটার ডিজেল জব্দ করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা হয়েছে। তাদের আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.