আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পাকুন্দিয়া-পুলেরঘাট পাকা সড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়া পাড়া গ্রামের মোঃ আকরাম হোসেন(২১) ও সাব্বির মিয়া(২০) এবং পাকুন্দিয়া উপজেলার ষাটকাহন গ্রামের আবু সালেক তপু(২২)।
পাকুন্দিয়া থানা সূত্রে জানা যায়, উপজেলার ৬৮ নম্বর সালংকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষীণ পাশের মোড়ে পাকুন্দিয়া-পুলেরঘাট পাকা সড়কের ওপর ফাঁকা জায়গায় ৮-৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে অনেকে পালিয়ে যান। এ সময় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি ও একটি চাকু উদ্বার করা হয়। পরে তাদের পাকুন্দিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পাকুন্দিয়া থানা পুলিশের পক্ষ থেকে পাকুন্দিয়া থানায় ডাকাতির প্রস্তুতি মামলা করা হয়। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাহিদ হাসান সুমন বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্বে ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।