আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রাকিবুল হাসান রাসেল নামের এক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী বিভিন্ন লেখা পোষ্ট করার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। রাকিবুল হাসান উপজেলার চরটেকী গ্রামের মনসুর আলীর ছেলে। তিনি পাকুন্দিয়া পৌরসদর বাজারের রাসেল বুক হাউজের সত্ত্বাধিকারী ও উপজেলা পুস্তক ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক।
এর আগে সোমবার বিকেলে তাঁর বিরুদ্ধে এ মামলাটি করেন উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে পোল্ট্রি ব্যবসায়ি মো.আসাদুজ্জামান। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান রাসেলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহারে বাদী আসাদুজ্জামান উল্লেখ করেছেন, রাকিবুল হাসান রাসেল গত এক বছর ধরে তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে নানা আপত্তিকর লেখাসহ বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রদর্শন করে আসছে। তার এহেন কুরুচিপূর্ণ, আপত্তিকর, মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের ফলে রাজনৈতিকভাবে দেশ-বিদেশে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। এবিষয়ে তাকে বিভিন্ন সময় মৌখিকভাবে নিষেধ করলেও তা কর্ণপাত করেনি। স্থানীয় ও জাতীয়ভাবে দেশকে অস্থিতিশীল করতে তার এসব কার্যক্রম অব্যাহত রাখে। এর ধারাবাহিকতায় গত ২৪এপ্রিল সে তার ফেসবুক আইডিতে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এঁর বিরুদ্ধে একটি কুরুচিপূর্ণ লেখা পোস্ট করেন। এতে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এঁর ভাবমূর্তি মারাত্মক ক্ষুন্ন হয়।
আছাদুজ্জামান বলেন, ‘রাকিবুল হাসান রাসেল দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয়ভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে তার ফেসবুক আইডিতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক লেখা পোস্ট করে আসছে। এবিষয়ে তাকে কয়েকবার নিষেধও করা হয়েছে। কিন্তু সে তা কর্ণপাত করেনি। বরং আরও বেপরোয়া হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে বাধ্য হয়েছি।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সারোয়ার জাহান বলেন, ‘তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।