স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে চার ফার্মেসী মালিককে ১৫ হাজার টাকা ও প্রকাশ্যে ধুমপানের অপরাধে একজনকে দুইশত টাকা এবং মাস্ক ব্যবহার না করায় সাতজনকে এক হাজার ৭০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে পৌরসদর বাজারের থানা সংলগ্ন মোড়ে পথচারী ও বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ২৭ ধারায় ইথুন ফার্মেসীর মালিক মুশিকুল আলমকে ৫ হাজার টাকা, মাইশা মেডিসিন কর্নারের মালিক তরিকুল ইসলাম তপুকে ৫ হাজার টাকা, শেফা মেডিসিনের মালিক তপুকে ৪ হাজার টাকা ও তুর্য্য ফার্মেসীর মালিক তোফায়েল আহামেদকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন ২০০৫এর ৪ (২) ধারায় একজনকে দুইশত টাকা এবং মাস্ক ব্যবহার না করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬ ধারায় ৭ জনকে এক হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ঔষধ প্রশাসন কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. নূরুল আলম, উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলম ও পাকুন্দিয়া থানার পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।