স্টাফ রিপোর্টারঃ
পাকুন্দিয়ায় দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৩ ডিসেম্বর উপজেলার চরফরাদী জামে’উল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন এর পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হক আদিল।
মুফতি শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক শাব্বির আহমাদ রশিদ, শাইখুল হাদীস আল্লামা শামসুল ইসলাম, আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রধান মুফতি ওমর আহমাদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. সোহ্রাব উদ্দিন, চরফরাদী জামে’উল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া, ফাউন্ডেশন এর পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচটি ধাপে অংশ নেয়। প্রতিটি ধাপে পাঁচজন করে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তারা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানেরে আমন্ত্রিত অতিথিবৃন্দ।