আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীন মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলার হোসেন্দী ইউনিয়ন সদরে স্থাপিত দীন মোহাম্মদ ফাউন্ডেশন চত্বরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধার অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, দীন মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক।
কিশোরগঞ্জ দীন আই হসপিটালের পরিচালক রফিকুল হক টিটুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারি অধ্যাপক রিসাদ মোহাম্মদ নূর, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মমতাজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও পাঠুয়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক বোরহান।
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যের মাগফেরাত কামনায় ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, হোসেন্দী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাইদুল ইসলাম।