আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙলবার বিকেলে উপজেলার পুলেরঘাট বাজারে মাছ বিক্রেতা জালাল উদ্দিন ও কারেন্ট জাল বিক্রেতা সাঈদুল ইসলাম নামে এ দুই ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রোজলিন শহীদ চৌধুরী।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গছে, ইলিশের প্রজনন মৌসুম সফল করার লক্ষে ৪অক্টোবর থেকে ২৫অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা /বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ আইন বাস্তবায়নের জন্য আজ মঙলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর নেতৃত্বে পুলেরঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তল্লাশি চালিয়ে মাছ বিক্রেতা জালাল উদ্দিনের কাছ থেকে ১২কেজি ইলিশ ও সাঈদুল ইসলামের কাছ থেকে ৬হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কাউসার মিয়া, পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো.জাকির হোসেন ও উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী মো.শফিকুল ইসলামসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কাউসার মিয়া জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করার দায়ে জালাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা ও নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে সাঈদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা ১২কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।