আছাদুজ্জামান খন্দকারঃ
ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি কৃত্রিম জেলি ব্যবহার করে চিংড়ি মাছের ওজন বাড়ানোর অপরাধে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মাছ ব্যবসায়ীকে তিন হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২০কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।
আজ মঙলবার দুপুরে মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়নে পৌরসদরের মাছ মহালে অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর। জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রি করায় লিটন মিয়ার কাছ থেকে দুই হাজার ও জুয়েল মিয়ার কাছ থেকে এক হাজার ৫০০টাকা করে মোট তিন হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ওই দুই ব্যবসায়ীর ২০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে বিচারকের দায়িত্ব পালন করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়াসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে একেএম লুৎফর রহমান বলেন, মাছ এবং মাছজাত দ্রব্য (পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮৩ এর ১০ধারায় দুইজন মাছ ব্যবসায়ীকে তিন হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জেলি মিশ্রিত ২০কেজি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে।