পাকুন্দিয়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পাকুন্দিয়া পুজা উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

এসময় বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সারোয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রওশন করিম, উপজেলা আনসার ও ভিপিপি কর্মকর্তা হারুন অর রশীদ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, চরফরাদী ইউপি চেয়ারম্যান মো.কামাল উদ্দিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন বর্মণ, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সরকার, বাহাদিয়া পুজামন্ডপ কমিটির সভাপতি রিপন সাহা ও মির্জাপুর পুজামন্ডপ কমিটির সাধারণ সম্পাদক সুজিত চন্দ্র বর্মণ প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসন ও পাকুন্দিয়া থানা পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার আয়োজন ও উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলায় এবার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের ১৪টি পুজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Share.