পাকুন্দিয়ায় নবগঠিত আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবগঠিত আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৫টার দিকে পাকুন্দিয়া সদর ঈদগাহে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটির আয়োজন করেন সদ্য ঘোষিত আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে রফিকুল ইসলাম রেনু বলেন, অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে ৯সেপ্টেম্বর জেলা থেকে ৬৭সদস্য বিশিষ্ট আওয়ালী লীগের যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তা পকেট কমিটি হয়েছে। বিতকির্ত সোহরাব উদ্দিনের এ কমিটি আমরা মানিনা। আওয়ামী লীগের ত্যাগী, প্রকৃত, পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রিড ও বিতর্কিত নেতাকর্র্মী এবং একান্ত ব্যক্তিগত পছন্দের লোক নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত নেতাকর্মীরা বাদ পড়ায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি-জাতীয় পার্টি ও জামাতের ৭-৮জন সদস্যকে এ কমিটিতে রাখা হয়েছে। যে কারণে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। কমিটির সদস্য করা হয়েছে ত্যাগী কয়েকজন নেতাকে যারা আহ্বায়ক বা যুগ্মআহ্বায়ক হওয়ার যোগ্য। অথচ তাদের বাদ দিয়ে যুগ্মআহ্বায়ক করা হয়েছে ছেলের বয়সী একজনকে। অবিলম্বে এ আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি না করা হলে ব্যাপক আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে করতে সমাবেশস্থল ত্যাগ করেন নেতাকর্মীরা।

পাকুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিক হোসেন মাসুদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম, পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ প্রমুখ।

উল্লেখ্য, গত ৯সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের ৬৭সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা কমিটি। আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয় কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিনকে। যুগ্মআহ্বায়ক করা হয় বুুরুদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সামসুদ্দোহা ও জেলা যুবলীগের সদস্য ফরিদ উদ্দিনকে।

Share.