পাকুন্দিয়ায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সুধীজনের মতবিনিময়

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান ও শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও সুধী সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল ও শামছুন্নাহার আপেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান প্রমুখ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান বাবু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, নারান্দী ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন ও সুখিয়া ইউপি চেয়ারম্যান আ. হামিদ টিটু প্রমুখ।

সমাবেশ শেষে, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় বিভিন্ন সুবিধাভোগীর মাঝে মোট ১৯ লাখ ২৩ হাজার ৫শ টাকার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে সুবিধাভোগী ৯০জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান, ১০জন শিক্ষার্থীকে ১০টি বাই-সাইকেল প্রদান ও ৫জন হতদরিদ্রকে ৫টি ঘরের চাবী হস্তান্তর করেন নবাগত জেলা প্রশাসক।

Share.