পাকুন্দিয়ায় নাট মন্দির উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়ার নবনির্মিত নাট মন্দির উদ্বোধন করা হয়েছে। এ সময় শীতার্তদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্রও বিতরণ করা হয়। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মঠখোলা এলাকায় নবনির্মিত এ নাট মন্দির উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক গণেশ চন্দ্র সাহা, সিআইপি।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়ার সভাপতি তনুজ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক গণেশ চন্দ্র সাহা, সিআইপি।

শ্রী গুরু আশ্রমের কোষাধ্যক্ষ সজিব মোদক টুটুন ও পাকুন্দিয়া পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন সূত্রধরের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আখড়ার প্রধান উপদেষ্টা শ্রী বেনী মাধব সাহা, উপদেষ্টা বিজন কুমার সাহা, অধ্যাপক সমীরণ কুমার চক্রবর্তী, বিপ্লব মোহন চৌধুরী, কৃষ্ণ চন্দ্র দাস, রথীন্দ্রনাথ সাহা চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, আখড়ার সাধারণ সম্পাদক শ্রী মাধব ঘোষ প্রমুখ।

শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়ার সভাপতি তনুজ কুমার সাহা জানান, প্রায় দেড় কোটি টাকা ব্যয় করে ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক গণেশ চন্দ্র সাহার ব্যক্তি উদ্যোগে মন্দিরটি পুনঃ নির্মাণ করে দিয়েছেন। এতে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের ধর্মীয় আরাধনার পথ সুগম হয়েছে। অনুষ্ঠান শেষে এলাকার দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি।

Share.