পাকুন্দিয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রসাশনের উদ্যোগে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে নববর্ষকে আবহন করা হয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর বাজার প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালের পাশে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ (জুয়েল), পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ।

পরে বঙ্গবন্ধু ম্যুরালের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালীর অস্তিত্ব, আমাদের প্রাণের স্পন্দন। অসাম্প্রদায়িক চেতনার সকল ধর্ম ও বর্ণের মানুষের প্রাণের উৎসব। এই উৎসব সব ভেদাভেদ দূর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

Share.