পাকুন্দিয়ায় নারী দিবসে র‌্যালি ও আলোচনা

0

মিজানুর রহমানঃ
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

মঙলবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা দেন-উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, এসিল্যা- তানিয়া আক্তার ও পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন প্রমুখ। আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করেন।

Share.