পাকুন্দিয়ায় পাঁচ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ বছরের এক ছেলে শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। গত ২৫ জানুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের চর তেরটেকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। নির্যাতিত শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল বুধবার দিবাগত রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইজনকে আসামী করে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন অভিযুক্ত মোঃ সাব্বির মিয়া(১৮) ও তার বাবা মোঃ আসাদ মিয়া(৪৫)।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ২৫ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাড়ীর সামনের পাকা সড়কে খেলা করছিল শিশুটি। এ সময় পাশের বাড়ীর মোঃ সাব্বির মিয়া শিশুটিকে ক্ষীরা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি সরিষা ক্ষেতে নিয়ে বলৎকার করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ীতে গিয়ে বিষয়টি মাকে জানায়। শিশুটির রক্তক্ষরণ হতে দেখে দ্রুত তার চিকিৎসার জন্য অটোরিক্সায় করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মা। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। পরে সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

শিশুটির মা বলেন, ঘটনার বিষয়ে তাৎক্ষণিক সাব্বিরের বাবা আসাদ মিয়াকে জানালে তিনি বিষয়টি কাওকে না জানাতে বলেন। তাছাড়া যদি কাওকে বিষয়টি জানানো হয় বা এ বিষয়ে আইনের আশ্রয় নেয়া হয় তাহলে আমাকে খুন করে ফেলবে বলেও হুমকি দেওয়া হয়। এছাড়াও তিনি বলেন অসুস্থ ছেলেটির চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় মামলাটি করতে দেরি হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Share.