আছাদুজ্জামান খন্দকারঃ
করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা সদরের বিভিন্ন সড়কে চলাচলকারি, পথচারী, ভ্যান, রিকসা, অটোরিকসা, মোটরসাইকেল ও ইজিবাইকের চালক, যাত্রীসহ মাস্ক বিহীন মানুষের মাঝে ১৫০০ মাস্ক বিতরণ করে পাকুন্দিয়া থানা পুলিশ। করোনার সংক্রমন রোধে স্বাস্থ্য বিধি মেনে ও মুখে মাস্ক পড়ে যাতায়াত করার আহবান জানিয়ে তাদের মুখে মাস্ক পড়িয়ে দেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান। উপজেলা সদর ঈদগাহের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেখানে এ মাস্ক বিতরণ কার্যক্রম চলে।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, উপ-পুলিশ পরিদর্শক মো. আরিফ রাব্বানী, কাওছার আল মাসুদ, মেহেদী হাসান, আমিনুর রহমান ও উপ-উপপুলিশ পরিদর্শক আশরাফসহ একদল পুলিশ।
পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, মাননীয় আইজিপি ড. বেনজির আহমেদ স্যার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান স্যার ও কিশোরগঞ্জের মাননীয় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ স্যারের নির্দেশে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনা বৃদ্ধির লক্ষে দেশ ব্যাপি বাংলাদেশ পুলিশের উদ্যোগে এ মাস্ক বিতরণ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে আজ রোববার পাকুন্দিয়ায় মাস্ক বিতরণ করা হয়েছে।