নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে বেসরকারি ভাবে বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আকন্দ। তৃতীয়বারের মতো আজ (২নভেম্বর) মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক ফলাফলে, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (নৌকা) ৩ হাজার ১৯২ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৭১৬ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র এডভোকেট মো. জালাল উদ্দিন (মোবাইল ফোন) পেয়েছেন ৪ হাজার ৫২৪ ভোট। অন্য তিন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ) ৩ হাজার ২৬৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. আতাহার আলী (হাত পাখা) ৪০২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মআহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন (জগ) ৫৮ ভোট পেয়েছেন।
এবারই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে পাকুন্দিয়ায়। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় ২৩ হাজার ১৪৪জন ভোটার রয়েছেন। মোট ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।